মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ বলেন, জনপদের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানোর মধ্য দিয়ে সমাজ থেকে ফ্যাসিবাদের বোঝা দূর করতে হবে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান এদেশে হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের রাজনীতির কবর দিতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগকে যদি রাজনীতির সুযোগ দিতে হয়, তাহলে শহীদ মতিউর রহমান নিজামী সহ জামায়াত নেতৃবৃন্দকে ফিরিয়ে দিন। জুলাই বিপ্লবের দুই সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেঈমানী করা হবে। বুধবার স্থানীয় চরকাদিরা ইউনিয়নের চরবসু বাজারের ইফতার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাওলানা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, জামায়াত উপজেলা সাবেক আমির ডা. নূরউদ্দিন মাহমুদ, মাস্টার আবদুস সহিদ, মিজানুর রহমান মানিক, ইউনিয়ন সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা মো. হোসাইন, নাজিম উদ্দীন, মো. জামাল উদ্দিন, ওমর ফারুক, মাওলানা নুরুল আলম, মো. দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন প্রমূখ।