মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আজ মঙ্গলবার থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সমুদ্রসীমায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। সামুদ্রিক মাছের সুষ্ঠ প্রজননন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরনের লক্ষ্যে সরকার সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকার প্রজ্ঞাপন জারীর মাধ্যমে ২০ মে থেকে ২৩ জুলাই এ ৬৫ দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে।
সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে ২০২২ সালের ২৪ এপ্রিল এ নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারী করে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে এ ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব রকমের মৎস্য নৌযান দিয়ে যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সূত্রে জানা যায়, নিষিদ্ধকালীন সময়ে সমুদ্র যাত্রার প্রবেশদ্বারগুলোতে মনিটরিং জোরদার করা হবে। মৎস্য নৌযানের সমুদ্রযাত্রা শতভাগ বন্ধ রাখা হবে। সামুদ্রিক মৎস্য পরিবহন বন্ধের লক্ষ্যে সমুদ্র তীরবর্তী বরফকলগুলো সীমিত পর্যায়ে চালু রাখা হবে। নৌযানগুলো নোঙরস্থলে আবদ্ধ রাখা হবে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মৎস্য আহরণ হতে বিরত থাকা মৎস্যজীবিদের আপৎকালীন বিকল্প আয় বা খাদ্য সহায়তা হিসেবে দুই কিস্তিতে ৬৫ দিনের জন্য ৮৬ কেজি হারে তিন লাখ এগার হাজার বাষট্রিটি জেলে পরিবারকে ভিজিএফ প্রদান করা হবে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের মৎস্য অধিদপ্তর এবং সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর সহায়তায় এই আইন বাস্তবায়ন করছে। নিষিদ্ধকালীন সময়ে সাগরে মাছ আহরণ দন্ডনীয় অপারাধ হিসেবে বিবেচিত হবে।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, উপকূলীয় রামগতিতে সাগরে মাছ শিকারে যাওয়া বিপুল সংখ্যক জেলে রয়েছে। তাদের কাছে আমাদেও বার্তা জেলেরা ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে। এ সময় জেলেদের জন্য সরকারের দেয়া জেলে ভিজিএফ সহ নানান ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে। এ আইন অমান্যকারীদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে।