আলী রহমান, অষ্টগ্রাম (কিশোরগন্জ) প্রতিনিধি: কিশোরগন্জের ভাঠীর রাণীখ্যাত হাওর উপজেলা অষ্টগ্রামে অবস্থিত পূর্ব অষ্টগ্রাম শ্রীশ্রী রামকৃষ্ণ গোসাঁইর আখড়ার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সাধন চন্দ্রদাসের সভাপতিত্বে ও বাদল চন্দ্রদাসের সঞ্চালনায় আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেব পদ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হুমায়ন কবির দানামিয়া, জাকির হোসেন শফি, উত্তম কুমারদাস, সুব্রত চন্দ্রদাস।
আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শ্রীকান্ত সূত্রধর, আখড়ার গোসাঁই এবং শিষ্যরা।
উক্ত সম্মেলনে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাদল চন্দ্রদাসকে সভাপতি, দিলীপ সূত্রধরকে সাধারণ সম্পাদক, শিবচাঁন দাসকে সিনিয়র সহ-সভাপতি, বিষ্ণুদাসকে যুগ্ম সাধারণ সমপাদক, রাখাল সূত্রধরকে সাংগঠনিক সম্পাদক ও নয়ন রায়কে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট আখড়া পরিচালনা কমিটি গঠন করা হয়।