মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার সয়াবিন ও মরিচ চাষী প্রান্তিক কৃষকদের মাঝে স্বল্প সুদে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোস্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল মাইজদি শাখার আয়োজনে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার মোটিবেশনাল ও টেকনিক্যাল সহযোগীতায় দিন ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে এসআইবিএল ব্যবস্থাপনা পরিচালক জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা, এসআইবিএল উপ-ব্যবস্থাপক মুহাম্মদ ফোরকানুল্লাহ, এসআইবিএল চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশারেফ হোসাইন, নোয়াখালী কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহি উদ্দিন চৌধুরী, এসআইবিএল এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মাইজদি শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আবদুস শহিদ।
স্বাগত বক্তব্য রাখেন এসআইবিএল কুমিল্লা আঞ্চলিক প্রধান মো. ওয়ালি উল্ল্যাহ, বক্তব্য রাখেন এসআইবিএল এসএমই প্রধান সাদাত আহমেদ খাঁন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দূ ভূষণ রায়।
সুফলভোগী কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সফল মরিচ চাষী কৃষক এনামুল হক, সফল সয়াবিন চাষী কৃষক এনামুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বেসরকারী অলাভজনক উন্নয়ন সহযোগী সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার মোটিবেশনাল ৪শত কৃষকের মাঝে ৪শতাংশ মুনাফায় ২২৬.৩১ লক্ষ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করে এসআইবিএল মাইজদি শাখা। অতিথিবৃন্দ কৃষকদের হাতে বিনিয়োগের চেক তুলে দেন।
শেষে এসআইবিএলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়াকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।