মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা সহ বেশ কয়েকটি ইউনিয়নের হাজারো বানভাসি মানুষ পড়েছে চরম দূর্ভোগে।
স্মরণকালের সেরা সাম্প্রতিক সময়ের ভয়াবহ বানের জল, অতিবৃষ্টি, অতি উচ্চতার প্রবল জোয়ার ও জলাবদ্ধতায় উপজেলার চর পোড়াগাছা, চর আলেকজান্ডার, চর বাদাম, চর রমিজ, বড়খেরী, চর গাজী ইউনিয়নের মেঘনা পাড়ের প্রায় ৩৫/৪০ হাজার মানুষ পড়েছে ভয়াবহ দূর্ভোগে। কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্র গুলোতে। আশ্রয় কেন্দ্রে সরকারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলো খাদ্য-পানীয় সহায়তা প্রদান করলেও দূর্গম বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়া, লম্বাখালী, নতুন চর আবদুল্যার দ্বীপ চর সমূহ এবং বানের পানির জলাবদ্ধতায় চর বাদাম ও চর পোড়াগাছা ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখনো ঘরের চালায় বা উচু ভিটায় আশ্রয় নিয়ে থাকলেও তাদের কাছে পৌঁছে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা। ঘরবাড়ি, সহায় সম্পদ এবং গবাদিপশু ছেড়ে আসতে না চাওয়ায় বাড়ীতে পানিবন্দী হয়ে আছেন এসব লোক।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন, পিআইও জহিরুল ইসলাম সহ উপজেলা নির্বাহী অফিসারের রয়েছে সুন্দর গোছালো একটি টিম। যাদের সমন্বিত টিম ওয়ার্কে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছে পৌঁছে গেছে খাদ্য, পণ্য, পথ্য, শিশুখাদ্য, গো-খাদ্য, ঔষধ সহ প্রয়োজন মাফিক সবকিছু।
দূর্যোগ আক্রান্তরা জানায়, উপজেলার সকল ইউনিয়ন থেকে নদীতে পানি নেমে যাওয়ার একমাত্র পথ হচ্ছে ভুলুয়া নদী। কিছু অসাধু লোক নদী দখল করে লাখ লাখ মানুষকে ফেলেছে চরম ভোগান্তিতে।
এ পর্যন্ত সরকারী হিসেব মতে ২৫ টি আশ্রয় কেন্দ্রে আছে মোট ৬ হাজার দূর্যোগ আক্রান্ত মানুষ। তাদের জন্য প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে রান্না করা ও শুকনো খাবার। বানের পানিতে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো থেকে পানি নামতে শুরু করলেও জলাবদ্ধতায় নিমগ্ন রয়েছে চর পোড়াগাছা ইউনিয়নের কয়েক হাজার পরিবার।
সরজমিন, আশ্রয় কেন্দ্র গুলোতে প্রয়োজন মাফিক খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি রয়েছে চিকিৎসা সেবার বন্দোবস্ত। যার ফলে অসংখ্য শিশু কিশোর সহ মানুষ আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি, কাশি, আমাশয়, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের ঔষধ পাচ্ছে আশ্রয় কেন্দ্রে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জলবন্দিদের জন্য সরকারের তরফ থেকে ২৫০ প্যাকেট শুকনো খাবার, নগদ ২ লাখ টাকা, ৮টি ইউনিয়নের জন্য ৪০টন খাদ্যশস্য ও পৌরসভার জন্য ২০টন চাল বরাদ্দ তেয়া হয়। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ৭৫০ প্যাকেট শুকনো খাবার, ৮০০ প্যাকেট শিশু খাদ্য ও ৮০০ প্যাকেট গোখাদ্য সরবরাহ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, আমরা সর্বদা তাদের সহায়তায় প্রস্তুত রয়েছি। দূর্যোগ পরবর্তি পূর্নবাসনে সরকার তৎপর রয়েছে।