মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনার বুকে নতুন করে জেগে উঠা চর লম্ভাখালীতে চাষাবাদ করা কৃষকদের কাছে আতংকের নাম বেলায়েত মাঝি।
দেড়যুগ আগে মেঘনা নদীতে বিলীন হওয়া আলেকজান্ডার ইউনিয়নের সাবেক ৭ নং ওয়ার্ড লম্ভাখালী বর্তমানে যা দ্বীপচর লম্ভাখালী নামে পরিচিত। ১০/১২ বছর আগে ভেঙ্গে যাওয়া ভূমি আবার সেখানে জেগে উঠা নতুন বালুচরে ভূমি মালিকরা ভূমির সীমানা নির্ধারণ পরবর্তী যার যার বাড়ীর সীমানা অনুয়ায়ী মিলেমিশে চাষাবাদ ও পশু সম্পদের খামার গড়ে তোলেন নদীভাঙ্গা লোকজন এবং প্রত্যেকে আলাদা ভাবে চাষাবাদ করে আসলে। সম্প্রতি নতুন এ চাঁদাবাজের তান্ডবে শান্তি বয়ে চলা চরে এখন বিরাজ করছে অশান্তি। নদীভাঙ্গারা বেলায়েত মাঝি নামের এ চাঁদাবাজের অত্যাচারে তাদের কৃষি, জীবন-জীবিকায়ন অতিষ্ট হওয়ার এমন অভিযোগ করছেন দ্বীপচরে বসবাসকারী সাধারণ ভূমিহীনরা।
বেলায়েত মাঝি চর পোড়াগাছা ইউনিয়নের হারুন বাজার চার রাস্তার মোড় এলাকার দেলোয়ারের ছেলে।
জানা যায়, গত ১২ এপ্রিল শনিবার সকালে বেলায়েত মাঝি চরের জমি দখলে নিতে তার সহযোগী শতাধিক চোর ডাকাত নিয়ে লম্ভাখালী চরে প্রবেশ করে। এ সময় কৃষকদের ডেকে তাদের চাষাবাদকৃত জমি ছেড়ে দিতে বলে। জোরপূর্বক কিছু জমিতে সীমানা গেড়ে নিজের জমি বলে ঘোষনা দেন। চাষাবাদের জন্য ওই জমি তার ইচ্ছামত লোকদের মাঝে বন্টণ করা হবে বলেও জানায় সে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বেলায়েত মাঝি ইতিমধ্যে জমি দেয়ার নামে অসংখ্য লোকের কাছ থেকে ২ হাজার টাকা করে চাঁদা আদায় করেন। এছাড়া সাধারণ ভুমিহীন, কৃষক এবং গরু মহিষ বাথান মালিকদের কাছ থেকে বাথান প্রতি ৫০ হাজার টাকা হারে চাঁদা আদায় করারও অভিযোগ করেন তারা।
অভিযোগ রয়েছে সাধারণ ভুমিহীনদের চাষ করা জমির বিঘা প্রতি বেলায়েতকে ১/২ হাজার টাকা হারে চাঁদা দিতে হয়। চাঁদা আদায়ের কৌশল হিসেবে সে লেচকির মধ্যে অল্প কতটুকু চাষের অনুপযোগী কিছু জমিতে ডালের বীজ ফেলে মহিষ বাথান মালিকদের কাছ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা আদায় করে করেন।
একাধিক জেলে জানান, সে কোস্টগার্ডের মাঝি থাকার সুবাদে বিভিন্ন সময়ে কোষটগার্ড ও নৌ-পুলিশের নাম বিক্রি করে জেলে, ভুমিহীন ও সাধারণ মানুষের কাছ থেকে বে-পরোয়া চাঁদা আদায় করেন। কোষ্টগার্ডের নাম ব্যবহার করে বিভিন্ন জেলে ও বাথান মালিক এবং সাধারণ ভুমিহীনদের কাছ থেকে চাঁদা নেয়া, চোরাই জাল বিক্রি ও ক্ষমতা দেখিয়ে জেলেদের কাছ থেকে উৎকোচ দাবী করার কারণে পৌর আলেকজান্ডার বাজারে প্রকাশ্যে কোষ্টগার্ড সদস্যরা বেলায়েত মাঝিকে বেদম মারধর করে এবং কোষ্টগার্ডের মাঝি থেকে অপসারণ করেন।
স্থানীয় ভুমিহীন খুরশীদ বাতাইন্না, বাহার, মিলন সহ অনেকে জানান, বেলায়েত মাঝির কাজই হলো জেলে, ভুমিহীন ও সাধারণ মানুষকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করা। বর্তমানে সে চরের মানুষের কাছে মূর্তিমান আতংক। কাউকে সে তোয়াক্কা করেনা তার কথাই যেন আইন। মহিষের বাথান থেকে চাঁদা নিয়েছে বলায় সে বাথান মালিক রাণীর বাপকে হুমকি ধমকি দেয়।
এ বিষয়ে বেলায়েত মাঝি লম্ভাখালীর চরের জমিতে সীমানা দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন আমি আসলে কারো কাছ থেকে চাঁদা দাবী করিনি। শুধুমাত্র চরে চাষাবাদ করার জন্য কতটুকু জমি চাই।