মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্ঘটনায় মো. সাইফ উদ্দিন মিয়া ও আবুল কালাম নামের ২ জন নিহত ও সাইফ উদ্দিনের ভাই শহিদ উদ্দিন গুরুতর আহত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে চর রমিজ ইউনিয়নের আদর্শ এলাকায় দোকানের সামনে দাড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে সিএনজির ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাইফ উদ্দিনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অপর যাত্রী আবুল কালাম মৃত্যুবরণ করেন।
সাইফ উদ্দিন চর রমিজ ইউনিয়নের পূর্ব চর রমিজ গ্রামের হারুনুর রশিদ ওরপে মসজিদ বাড়ীর আবদুর রবের ছেলে এবং অপরজন একই ইউনিয়নের ভুইয়ার হাট এলাকার ৭নং ওয়ার্ডের কাঠাগো বাড়ীর আবুল কালাম।
রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোছলেহ উদ্দিন দুই সিএনজি যাত্রীর সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
Please follow and like us: