মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হয়েছে শিক্ষক দিবস -২০২২।
শিক্ষা মন্ত্রনালয় প্রতি বছর ২৭ অক্টোবরকে শিক্ষক দিবস হিসেবে পালন করে। তারই ধারাবাহিকতায় এ বছরও র্যালী, আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।
বৃহস্পতিবার (২৭অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে অনুষ্ঠিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, আ স ম আবদুর রব সরকারী কলেজের উপাধ্যক্ষ আশরাফ উদ্দিন, কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ তৈয়ব আলী, সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার হরিদাস চন্দ্র, একাডেমিক সুপারভাইজার মামুনুর রশীদ, বিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন ওসমান, আলেকজান্ডার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, চর হাসান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল সামাদ, চর ডাক্তার সপ্রাবির প্রধান শিক্ষক মুশারফ হোসেন, হারুন বাজার সপ্রাবির প্রধান শিক্ষক আবদুস সাত্তার, আরসি সপ্রাবির প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক আবু সায়েদ, সহকারী শিক্ষক মোমিন উল্যাহ প্রমূখ।