১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:৫৪ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে ভূমি নিয়ে ভূমি কর্মকর্তাদের বেপরোয়া জালিয়াতি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৪, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভূমি সংক্রান্ত সকল অফিসের কর্মকর্তা কর্মচারীরাই ভূমি বিরোধের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিপি সম্পত্তি কিংবা সরকারী বা ব্যক্তির জমি অন্যকে রেকর্ড করে দেয়া, সরকারী রেকর্ড গায়েব, জাল দলিল সৃজন, ভুয়া নামজারী, ভূয়া জমাখারিজ ও জাল খতিয়ান তৈরি করে দেয়া খুবই মামুলি ব্যাপার। সেটেম্যান্ট অফিসার অফিসে গড়হাজিরার কারণে অফিসের অফিস সহায়করা টাকার বিনিময়ে সৃজন করে দেন জাল খতিয়ান। উপজেলার ল্যান্ড করাপটেড এলাকা হিসেবে এরই মধ্যে খ্যাতি পেয়েছে চর পোড়াগাছা ইউনিয়ন। এ এলাকায় ঘটেছে বিস্ময়কর ঘটনা। পেরিপেরীভূক্ত চর পোড়াগাছা নতুন বাজার বিশেষ সরকারী ভূমি ব্যক্তির নামে রেকর্ড করে দিয়েছে কিছু অসাধু কর্মকর্তা। এ নিয়ে চলছে বিরোধ ও ভয়াবহ সংঘর্ষ এবং মামলা মকদ্দমা।

সম্প্রতি চর পোড়াগাছা মৌজার অবৈধ সৃজিত খতিয়ান নং- ২৯৫,৩৪৫ ও ১৫৪৬ নিয়ে চরম বিরোধ তৈরি হয়। যা নিয়ে মারামারি থেকে শুরু করে আদালত ও জেলাখানা পর্যন্ত গড়িয়েছে।

এ সকল মিথ্যা কাগজ তৈরি ও ব্যবসায়ীদের নির্যাতনের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে স্থানীয় মৃত নুরনবী মাঝির ছেলে মো. মাইন উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করেন, রামগতি উপজেলাধীন চর পোড়াগাছা ইউনিয়নের চর পোড়াগাছা মৌজার ২১৫ একর ভূমি ১৯৮৭ সালে জারিকৃত সরকারী বিজ্ঞপ্তি অনুসারে নোয়াখালী জেলা হতে কর্তন করে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় ১নং খাস খতিয়ানের অর্ন্তভূক্ত করা হয়। ১৯৯২ সালে ভূমি মাঠ জরিপের সময় স্থানীয় কিছু লোক ১১৩ দাগ তাদের নামে রেকর্ড করে নেয় যা বর্তমানেও ১নং খাস খতিয়ানভূক্ত জমি ও সরকারী পেরিফেরিভূক্ত নতুন বাজার নামীয় একটি বাজার। বাজারটি সরকারীভাবে ইজারা দিয়ে রাজস্ব আদায় করা হয় এবং কিছু দোকান মালিক তাদের নামে চান্দিনা ভিটি হিসেবে একসনা বন্দোবস্ত নেয়।

এরই মধ্যে নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মান্দারতলী এলাকার জনৈক সফিউল্যার ছেলে আবদুল ছাত্তার ও তার ভাই আবদুল মান্নান বে-আইনী ভাবে চর পোড়াগাছা আশ্রয়ণ প্রকল্পের সরকারী বন্দোবস্ত পাওয়া ১০ ডিং জমি ক্রয় করে চর পোড়াগাছা ইউনিয়নের মো. সামছুদ্দিন, পিতা মৃত: ছেরাজল হক এবং জাহানার বেগম, পতি: সামছুদ্দিন, সাং-চর পোড়াগাছা এর কাছ থেকে। সামছুদ্দিন জাহানারা দম্পতি ভূমিহীন হিসেবে ১৯৯৯-২০০০ সালে ১১৫ নং নথিতে সরকারীভাবে বন্দোবস্ত প্রাপ্ত ঘরের জন্য ০.০১৭৫ ডিং এবং কৃষি কাজের জন্য পাওয়া ১০ডিং জমি থেকে ছাত্তার ও মান্নানের কাছে ১০ডিং জমি বিক্রি করে। সাত্তার ও মান্নান ক্রয় করে দিয়ারা রেকর্ডীয় ১১২/১৪ দাগে অথচ তারা দুইভাই বর্তমান রিভিশন জরিপে রেকর্ড নেয় ৮২৯০ দাগে যাহা ১১৩ দাগের সরকারী নথিতে পেরিফেরীভূক্ত নতুন বাজার ও লাল কালিতে লেখা সরকারী বিশেষ সম্পত্তি হয়।

এছাড়া অসাধূ কর্মকর্তাদের সাথে যোগসাজসে আনোয়ার হোসেন গং, পিং-নুর সোহাম্মদ, সাং-চর পোড়াগাছা ও ফিরোজ আলম, পিতা: আবদুল মন্নান, সাং-চর নেয়ামত সম্পূর্ণ বে-আইনীভাবে ২৯৫ খতিয়ান এবং মো: ইউসুফ গং, পিং- নুর মোহাম্মদ, সাং-চর পোড়াগাছা ৩৪৫ নং অবৈধ খতিয়ান সৃজন করে।

সাত্তার ও মান্নান জমি ক্রয় করে ১১২ দাগে অথচ তঞ্চকতা কিংবা অসাবধানতা বা অপকৌশল নিয়ে অফিসের সাথে কোন ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে ১১৩ দাগে রেকর্ড নেয়। রেকর্ডসূত্রে মালিক দাবী করে সে বাজারের ব্যবসায়ী, দোকান মালিকদের দোকান সংস্কার, ভাড়া আদায়, দোকান ক্রয় বিক্রয় সহ বিভিন্ন বিষয়ে নানাভাবে ঝামেলা সৃষ্টি করে। তাদের এ জুলুমে সচেতন সমাজ বাঁধা সৃষ্টি করায় তারা দুই ভাই মিলে ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় কিছু লোককে আসামী করে রামগতি থানায় মামলা দায়ের করে যার নং-জিআর-০৮/২০২৫। যা পরে লক্ষ্মীপুর জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত, রামগতি মিছ মামলা নং-০৫/২০২৫ইং দায়ের করে। পুলিশকে প্রভাবিত করে দুই ব্যবসায়ীকে আটক করে চালান দিলে আদালত তাদের জামিন মঞ্জুর করে। এছাড়া তারা প্রায়ই নতুন বাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত প্রাপ্ত ব্যবসায়ীদের নানান ভাবে হেনস্তা করার অভিযোগ রয়েছে।

ব্যবসায়ী, দোকান মালিক ও সচেতন এলাকাবাসীর দাবী, সরজমিন তদন্ত ও রেকর্ড এবং সরকারী নথি যাছাই বাছাই করে সত্যতা নিশ্চিত হয়ে সরকারী নথিতে লাল কালিতে লিখা “ সরকারী স্বার্থ জড়িত ও জজ ঝঞঙচ ” লেখা বিশেষ সরকারী সম্পত্তি সুরক্ষার স্বার্থে ছাত্তার ও মান্নানের কাছ থেকে খাজনা নেওয়া বন্ধ এবং তাদের নামে তঞ্চকতার আশ্রয়ে নেয়া ১১৩ দাগের ভূল রেকর্ড সংশোধন ও ব্যক্তির কাছ সরকারী জমির খাজনা না নেয়ার দাবী জানান।

এ বিষয়ে চর বাদাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিরাজি জানান, এ বিষয়টি নিয়ে তেমন অবগত নয় তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে করণীয় ঠিক করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, সরকারী সম্পদ সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। ভূমি নিয়ে কেউ কোন ধরনের জাল জালিয়াতি ও তঞ্চকতার আশ্রয় নিলে তার বিরুদ্ধে বিভাগীয় ভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ৩ দিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

রামগতিতে দুই মাঝির কারাদন্ড

রাজশাহীতে জমেছে পশুহাট লাখের নিচে মিলছে না কোরবানিযোগ্য গরু

কুলিয়ারচরে বিএনপি’র অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

রামগতিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সাংস্কৃতিক সন্ধ্যা

রামগতির চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলনগরে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন

সহকর্মীর গুলিতে নিহত পুলিশ সদস্য মনিরুলের লাশ গ্রামের বাড়িতে দাফন

কমলনগরে ৩২ বোতল চোলাইমদসহ মাদক কারবারি গ্রেফতার

রামগতিতে ৬ দিন ধরে শিশুসহ নিখোঁজ মা