১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৫১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে ভিক্ষুকের কাছে জমি বিক্রি করে কবলা না দেয়ায় লাশ দাফনে বাঁধা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ২৮, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম ইউনিয়নের ভিক্ষুক বিবি মরিয়মের কাছে জনৈক আবু তাহের গংরা জমি বিক্রি করে কবলা না দেয়ায় মৃত আবু তাহেরের দাফনে বাঁধা দিয়েছে ভূক্তভোগী। পরে স্থানীয়দের জমি রেজিষ্ট্রি করে দেয়ার আশ্বাসে মরহুমের লাশ দাফন করা হয়।

শুক্রবার সকালে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চর সীতা গ্রামের আবদুল অদুদ ভোলার বাপের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৯৯৮ সালে স্থানীয় সাকুর স্ত্রী ভিখারিণী মরিয়ম ২৫ হাজার টাকায় চর সীতা মৌজায় ২৯৭ খতিয়ানে ২০ শতক জমি ক্রয় করেন মৃত আবদুল মতলবের ছেলে আবু তাহের ও তার সহোদর ভাই ছিদ্দিক উল্যাহ এবং আবদুস সহিদের কাছ থেকে। তারা টাকা বুঝে নিয়ে স্ট্যাম্পে সাক্ষর করে এবং সরেজমিন জায়গা বুঝিয়ে দেয়। বুঝে পাওয়া জমিতে বসত ঘর তৈরি করে বসবাস শুরু করে মরিয়ম। এরই মধ্যে জমি রেজিষ্টি করে দেয়ার কথা থাকলেও তিন ভাই নানান তালবাহানায় অদ্যবধি জমি রেজিষ্ট্রি করে দেয় নাই। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা, পিবিআই, আদালতের দেয়া রায়ে মরিয়মকে জমির দলিল রেজিস্ট্রি করে দেয়ার আদেশ দেয়ার পরও দ্বীর্ঘ সময়ে নানান ছুঁতোয় জমির দলিল রেজিস্ট্রি করে দেয় নাই তারা। এ নিয়ে ভিক্ষুক মহিলা মরিয়মকে কথায় কথায় আইনী নির্যাতন করার অভিযোগ রয়েছে আবু তাহের গংদের বিরুদ্ধে। বর্তমানে আদালতে সিআর-২৪৩/২০২৩ এবং সিআর-৫৯৫/২০২৩ মামলা চলমান রয়েছে।

বিগত কয়েক বছর পূর্বে আবু তাহেরের ভাই ছিদ্দিক উল্যাহ মারা গেলে তার লাশ দাফনে বাঁধা দেয় মরিয়ম। তখন স্থানীয়রা মরিয়মকে জমি দলিল করে দেবে মর্মে আশ্বাসে লাশ দাফনের ব্যবস্থা করা হয়। গতকাল রাতে আবু তাহের মৃত্যুবরণ করলে আজ সকালে জানাযা নামায পড়ানোর জন্য নেয়া হলে সেখানে মরিয়ম ও তার ছেলে সন্তানরা জানাযা ও লাশ দাফনে বাঁধা দেয়। তখন স্থানীয় মসজিদের ঈমাম, গণ্যমান্য ইসমাইল মাষ্টার সহ অন্যান্যরা দলিল রেজিস্ট্রি করে দেয়ার আশ্বাস তারা লাশ দাফনের সুযোগ দেয়।

ভূক্তভোগী মরিয়ম জানান, আমি একজন ভিক্ষুক মহিলা। আমাকে তারা ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত নানান তালবাহানায় জমিটি রেজিস্ট্রি দেয়নি। উল্টো বিভিন্ন কায়দায় হয়রানি করছে। আমার দুনিয়াতে কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আমার ক্রয়কৃত দখলীয় বসত বাড়ী ও জমির রেজিস্ট্রি চাই।

স্থানীয় ইসমাইল মাস্টার জানান, আসলে জমি বিক্রি করেছে তারা সত্য কেন কোন কারণে মরিয়মকে জমি বুঝিয়ে দিয়ে সেখানে বাড়ীঘর করা স্বত্ত্বেও জমির দলিল রেজিস্ট্রি দিচ্ছেনা তা আমার বোধগম্য নয়।

মৃত: আবু তাহেরের ছেলে হাসান জানান, আমার বাবা চাচারা মরিয়মের কাছে জমিটি বিক্রি করেছে সত্য তবে কেন কি কারণে তারা জমি রেজিস্ট্রি দেয় নাই বা দিতেছে না তা আমার বোধগম্য নয়। তবে আমরা চাই মরিয়মকে তার কাছে বিক্রিত জমির রেজিস্ট্রি করে দেয়া হোক।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের দুর্নীতি অনিয়মের তদন্তে ধোঁয়াশা

কমলনগরের অপহরণকৃত যুবক নোয়াখালী থেকে উদ্ধার; গ্রেফতার ৪

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

পাকুন্দিয়ায় সাত জুয়াড়ি গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ২৬০পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

রামগতিতে শীতার্ত মানুষের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা অনুর কম্বল বিতরণ

হোসেনপুরে শ্রেণী শিক্ষকদের প্রশিক্ষণ সমাপ্ত: আরো প্রশিক্ষণের প্রয়োজন

রামগতিতে শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ

বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল