মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বেড়েছে গরু চোর ও ডাকাতের উপদ্রব। প্রতিরাতে চোরের দল নিয়ে যাচ্ছে গৃহস্তের গরু। আর মেঘনা নদীতে বিচ্ছিন্ন দ্বীপ চর সমূহে আশংকাজনক হারে বেড়ে গেছে চিহিৃত ডাকাত দলের মারাত্নক উপদ্রব।
জানা যায়, প্রতিদিন উপজেলার কোথাও না কোথাও হচ্ছে গরু চুরি ঘটনা। এতে করে নি:স্ব হয়ে চরম বিপাকে পড়ছে কৃষক ও সাধারণ গৃহস্থরা। চর রমিজ, চর গাজী, বড়খেরী, চর আলগী, চর আলেকজান্ডার ইউনিয়ন থেকে গত কয়েকদিনে চুরি হয়েছে শতাধিক গরু। রাত নামলেই পাহারা দিতে হচ্ছে কৃষকের গোয়ালঘর।
সম্প্রতি মেঘনা নদী ও উপকুলের অদূরবর্তী দ্বীপ এবং দ্বীপ চর সমূহে যেন ডাকাতির মড়ক লেগেছে। গত শনিবার চর আবদুল্যাহ ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ তেলির চরের অদূরবর্তি চর ঘাসিয়ার বার আউলিয়া বাজার, ফকরুদ্দিন বাজার, মামুন বাজার ডাকাতি করে আন্ত:জেলা ডাকাত দলনেতা তেলি আবদুর রব ও মীর আক্তার হোসেন বাচ্চু চেয়ারম্যানের লালিত ডাকাতদল। দুই ডাকাত সর্দারের যৌথ ডাকাত বাহিনী শতাধিক দোকানে ডাকাতি করে প্রায় কোটি টাকার মালামাল ও স্থানীয় ভূমিহীনদের মোবাইল, গরু-মহিষ-ছাগল ও ভেড়া নিয়ে যায়। এ সময় তারা ভূমিহীনদের বাড়ীঘরে ব্যাপক লুটতরাজ চালায়। বাড়ীঘরে ঢুকে নারীদের স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় তারা। তেলি রব ও বাচ্চু চেয়ারম্যানের বাহিনীর সদস্য সুজন ডাকাত, বাবলু ডাকাত, মামুন ডাকাত, ছালাউদ্দিন ডাকাত অস্র প্রদর্শন করে গুলি করে এলাকায় চরম আতংকিত পরিবেশের সৃষ্টি করে চালায় লুটতরাজ। বর্তমানে চরাঞ্চলের ভূমিহীনদের মধ্যে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।
ঘটনার সময় ৮/১০ টি ফিসিং বোটে করে ডাকাতরি প্রস্তুতি নিয়ে চর ঘাসিয়ায় এসে ডাকাত সর্দার তেলি আবদুর রবের নেতৃত্বে ভয়াবহ এ নারকীয় তান্ডব চালানোর সময় অস্ত্র প্রদর্শন গুলি করে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে দোকানপাট, বাড়ীঘরে লুটপাট করে। কিছু ভূমিহীনকে লুট করে নি:স্ব করে তারা মসজিদের দান বাক্সের টাকাগুলো পর্যন্ত নিয়ে যায়।
চর ঘাসিয়ার সাধারণ ভূমিহীন ফয়েজ, মুকবুল, আমেনা বেগম জানান, আমরা আজন্ম সংগ্রামী ভূমিহীনরা জীবনযুদ্ধে মাটি খুঁড়ে সোনা ফলাই। আর তেলি আবদুর রব ও বাচ্চু চেয়ারম্যানের অর্থাৎ এ দুই ডাকাত সর্দারের বাহিনীরা প্রায়ই এসে লুটতরাজ চালিয়ে আমাদের নি:স্ব করে দিয়ে যায়।
প্রতিনিয়ত প্রতিকূলতার সাথে সংগ্রাম করে কোন স্কুল, মাদ্রাসা না থাকায় শিক্ষাহীনতায় দুর্যোগে আশ্রয়হীন থেকে জীবনকে হাতের মুঠোয় নিয়ে বেঁচে আছি। আমরা নিরাপত্তা চাই।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জানান, চিহিৃত অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, চুরি ডাকাতি রোধে আমরা পর্যাপ্ত টহল ও অভিযান জোরদার করেছি।