মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর গাজী ইউনিয়নের বয়ারচর টাংকি বাজার মাছঘাট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। এ সময় সেনাবাহিনীর একটি টহল টিম পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানাযায়, মঙ্গলবার সকালে তেলি আবদুর রব শতাধিক অস্ত্রধারী ডাকাত সহ বয়ারচর টাংকি বাজার মাছঘাট দখল করতে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় প্রতিরোধে সাধারণ ভূমিহীনরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। স্থানীয় ভূমিহীনরা তেলি রব ও তার সহযোগীদেরকে বেদম মারধর করে। সংঘর্ষে আরিফ মাঝির ছেলে মোস্তফা, ওহাবের ছেলে জামশেদ, কাশেমের ছেলে আশরাফ, মুনাফের ছেরে ইদ্রিছ সহ উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়। আবদুর রবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতাল প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, টাংকিবাজার মাছঘাট দখল করতে গিয়ে সাধারণ ভূমিহীনদের প্রতিরোধে গুরুতর আহত হয়েছেন পতিত হাসিনা সরকারের প্রেতাত্বা আন্ত:জেলা ডাকাত দলের গ্যাং লিডার, চরাঞ্চলের চাঁদাবাজ, মেঘনা নদীর একচ্ছত্র মাদক ও অস্ত্র চোরাকারবারিদের মাষ্টারমাইন্ড, অস্ত্রের কারখানার মালিক এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তেলি আবদুর রব ও তার চার সহযোগী। বর্তমানে এলাকায় চরম আতংক বিাজ করছে। সচেতন সমাজ এবং সাধারণ ভূমিহীনরা কূখ্যাত ডাকাত সর্দার তেলি আবদুর রবকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ জুলাই বিপ্লবের পর আত্মগোপনে থাকলেও তার বিশ্বস্ত সহযোগী তেলি আবদুর রবকে দিয়ে চালাচ্ছেন রামরাজত্ব। দখল করে রেখেছেন টাংকিঘাট এলাকার ২ শতাধিক দোকান, মাছঘাট ও মেঘনা নদী। সূত্রমতে, রবকে তার ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা থেকে তৈরিকৃত বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র সহ দুইবার আটক করে কোষ্টগার্ড ও র্যাব। তাদের চত্রছায়ায় রয়েছে আন্ত:জেলার খুনি ও ডাকাত দলের বিশাল বাহিনী। আবদুর রব তার ভাতিজা জামশেদ, ইদ্রিছ, মোস্তফা ডাকাত, হান্নান, শাহাবুদ্দিন, শাহীন সহ অসংখ্য ডাকাত বাহিনী নিয়ে এখনো রয়েছে বহাল তবিয়তে। তেলি রবের রয়েছে ৫০ এর অধিক মাছ ধরার ট্রলার যেগুলো আন্ত:মহাদেশীয় সার,মাদক,অস্্র চোরাচালানে নিযুক্ত। চরগাজী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত সাহে আলমের ছেলে আবদুর রব বয়ারচরের ট্রিপল মার্ডার, হাতিয়ার আরিফ মার্ডার, কবির মার্ডার সহ রামগতি—সূবর্ণচর—হাতিয়ায় হত্যা, অস্ত্র, ডাকাতি, পুলিশ ক্যাম্প লুট সহ অসংখ্য মামলার এজাহারভূক্ত আসামী। রব ও তার বাহিনীর বিরুদ্ধে রামগতি থানার মামলা নং—৫তাং—১৩/০২/১৬, জিআর—১৯/২০০৫, জিআর—১৯/২০১৮, হাতিয়া থানার মামলা নং—১২৩/০৬/০৪/১৬, জিআর নং—১৪১/২০২৩ সহ মোট ১৭টি মামলার এজাহারভূক্ত আসামী।
সূত্র আরো জানায়, তেলি আবদুর রব ২০২৩ সালের অক্টোবর মাসে তার বাহিনী নিয়ে অস্ত্র প্রদর্শন করে বয়ারচর পুলিশ ক্যাম্পে হামলা ও লুটপাট করলে পুলিশ তার বিরুদ্ধে হাতিয়া থানায় ৩টি মামলা দায়ের করে। তার অস্ত্র ব্যবসার প্রধান এজেন্ট আলোচিত ডাকাত সালাউদ্দিন ও হরণী ইউনিয়নের বয়ারচর টাংকি বাজারের শফিকের ছেলে ইকবাল হোসেন বাবলু ডাকাত। তার বাহিনীতে রয়েছে সফিকের ছেলে সুজন, কবিরের ছেলে সোহেল, জয়নাল ফিটারের ছেলে শাহীন, মোনাফের ছেলে ইদ্রিছ, নোয়া সর্দারের ছেলে জামশেদ, মোতাহের, আনোয়ার, সায়েদ, লেংগা মাইনুদ্দির ছেলে আজগর, রাজু, বেড়ি আবদুল্যার ছেলে রিপন,বেলাল, রহিম খনকারের ছেলে হানিফ, মনির, বাচ্চু, ফরেষ্টের গাছ চোর মনির, সিরাজের ছেলে সারোয়ার ও জাবেরের ছেলে সাহাবুদ্দিন ডাকাত। এ ডাকাত বাহিনীর সদস্যরা সকলেই ধর্ষন, খুন, ডাকাতি, পুলিশের অস্ত্র লুট সহ অসংখ্য মামলার এজাহারভূক্ত আসামী।
রামগতি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের একমাত্র আশীর্বাদপুষ্ট আবদুর রব। তার সাথে যুক্ত হয়েছে বহিস্কৃত বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু। এ তিন দুষ্টুচক্র সংঘবদ্ধ অস্ত্রবাজি, চুরি ডাকাতি, কমিশন ও দখল বাণিজ্য, ভূমিহীন ও জেলেদের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও নির্যাতন চালিয়ে তটস্থ করে রেখেছে চরাঞ্চলের মানুষদের। নদীতে এবং মাছঘাটে চালিয়েছে কমিশন বাণিজ্য। ভয়াবহ মাদক অস্ত্র চোরাচালান, কালোবাজারি, দখল, কমিশন বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন চক্রটি। এ চক্রের নেতারা পলাতক থাকলেও যে কোন মূহূর্ত্যে ফিরে এসে শুরু করবে চাঁদাবাজি, চুরি, ডাকাতি, অস্ত্র ব্যবসা, অত্যাচার নির্যাতন এমন আশংকায় ভয়ে তটস্থ চরাঞ্চলবাসী।
এ বিষয়ে সেনা কর্মকর্তাগণ কোন মন্তব্য করতে রাজি হয় নাই।
রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, টাংকি মাছঘাট এলাকাটি নিয়ে আন্ত:জেলা সীমানা বিরোধ রয়েছে। টাংকি মাছঘাটে সংঘাতের বিষয়টি শুনেছি এ বিষয়ে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।