মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরনবী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মকালীন সময়ে তৎকালীন আওয়ামী লীগের ক্ষমতার দাম্ভিকতায় নিজ বাড়ীতেই বাস্তবায়ন করলেন সরকারী অর্থ ব্যয়ে ছয়টি প্রকল্প। কাজের নামে নয় ছয় করে পুরো টাকাটা লুটে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
জানাযায়, রামগতি পৌরসভার ৫ নং ওয়ার্ডের মন্তাজ উদ্দিন বেপারী বাড়ীর মো. নুরনবী চাকুরী করতেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে। বিভিন্ন স্টেশনে চাকরী করার পর এলপিআরে যাওয়ার আগে আসেন নিজ জন্মভূমি লক্ষ্মীপুরে। সে সুবাদে তিনি নিজ ক্ষমতায় নিজ সুবিধায় নিজ বাড়ীতেই বাস্তবায়ন করলেন সরকারী টাকায় অনর্থক ছয়টি প্রকল্প।
সরজমিন, নুরনবী’র বাড়ীর দরজায় প্রবেশ মুখে জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য়) পর্যায় এর অধীনে জনস্বাস্থ্য বিভাগের অর্থায়নে কয়েক লক্ষ টাকা ব্যায়ে ২০১৯ সালে কমিউনিটি ভিত্তিক নারীদের জন্য টয়লেট নির্মাণ করেন। যার নির্মাণের পর থেকে অদ্যবধি তালা বন্ধ। অর্ধযুগ পেরিয়ে গেলেও কখনো খোলা হয় নাই বন্ধ তালা। আর দরজার কোন এক জায়গায় একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করার পরিকল্পনা নিয়ে সাবেক এমপি আবদুল্যাহ আল মামুন ও সাবেক এমপি মেজর (অব:) আবদুল মান্নান, সাবেক পৌর মেয়র মেজবাহ উদ্দিন সহ বিভিন্ন বিত্তবান ব্যক্তির কাছ থেকে ও সরকারী খাত হতে সেই মসজিদ নির্মাণ করার কথা বলে নিয়েছে আর্থিক অনুদান অথচ আজ অবধি মসজিদের নেই কোন অস্তিত্য। মসজিদ দেখিয়ে সকল টাকা লুট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট হতে পৌরসভার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কে ১৫০টি সোলার বাতি স্থাপনে সাব-ঠিকাদার হিসেবে নুরনবী করেছেন ভয়াবহ দুর্নীতি ও লুটপাট। প্রতিটির জন্য ১ লক্ষ ৩৩ হাজার টাকা বরাদ্দ হলেও ক্রয় করা হয়েছে ৪৫ হাজার টাকার প্যানেল। দরপত্র অনুযায়ী যে মান ও ক্ষমতার স্ট্রীট ল্যাম্প দেয়ার কথা তা না দেয়ায় রাত ৮ টার পরে অসংখ্য সড়ক বাতি আর জ্বলেনা। এরমধ্যে সমবায় মসজিদের সামনে, আবহাওয়া অফিস, তাজল ওসি বাড়ীর দরজা, বায়তুল মামুর মসজিদের সামনে সহ বিভিন্ন স্থানে স্থাপিত বেশীরভাগ সোলার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
তার বসত ঘরের দিকে একটু এগুলেই বিশাল পুকুর। পুকুরটি বাড়ীর অনেক ওয়ারিশগণের মালিকানা হলেও পুকুরের যে অংশের মালিক সাবেক জনস্বাস্থ্য প্রকৌশলী নুরনবী সেই অংশে পুকুরের নীচ থেকে পৌরসভার সরকারী টাকায় নির্মাণ করা হয়েছে গাইডওয়াল। অভিযোগ রয়েছে সম্পূর্ণ খামখেয়ালীভাবে উন্নয়নের নামে সরকারী অর্থ লুটের জন্য সাবেক মেয়র মেজবাহ উদ্দিনের যোগসাজসে নুরনবী সরকারী রাস্তার পাশের বরাদ্দকৃত গাইডওয়ালটি নির্মাণ করেছেন নিজ বাড়ীর পুকুরের তার মালিকানাধীন অংশে।
এরপর ঘরের কাছাকাছি গেলে চোখে পড়বে একটি নীল রংয়ের সরকারী ব্যায়ে নির্মিত খানা ভিত্তিক টয়লেট। পরিবার ভিত্তিক টয়লেট দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ হলেও বাগিয়ে নেন তিনি। আর ঘরের উপরের দিকে তাকালেই দেখবেন জনস্বাস্থ্য বিভাগের অর্থায়নে নির্মিত সোলার সিস্টেম ডি-স্যলাইন ওয়াটার সাপ্লাই প্রকল্পের পাইপ লাইন। যা নিজের ভবনের ছাদ না থাকায় পাশের ঘরের আলী ডাক্তারের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে পানি খাচ্ছেন এ সাবেক প্রকৌশলী। আবার পানি পান করলেও কখনো গৃহকর্তা আলী ডাক্তারকে বিদ্যুৎ বিল পরিশোধ না করার অভিযোগ করেন তার বিরুদ্ধে।
আলী ডাক্তারের স্ত্রী বলেন, নুরনবী মিয়া পানি পান করলেও কখনো বিদ্যুৎ বিল পরিশোধ করেন নাই। তার ক্ষমতার প্রভাবে তিনি তার পরিবারের অনেক লোককে দিয়েছেন জনস্বাস্থ্য বিভাগে চাকরী। করেছেন নিজের নামে এবং পরিবারের কয়েক ভাতিজার নামে ঠিকাদারী লাইসেন্স। নানান কায়দায় এ সকল লাইসেন্সের অনূকূলে ভাগিয়ে নেন কাজ।
তার বসত ঘরে রয়েছে জনস্বাস্থ্য প্রকৌৈশল বিভাগের অর্থায়নে নির্মিত পুকুরের পানি পরিশোধনের আরো একটি ইউনিট। যার মাধ্যমে তিনি পুকুরের পানি পরিশোধন করে পান করেন।
সাবেক জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নুরনবী তার এ সকল অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের বিষয় অস্বীকার করে বলেন, আমিতো উন্নয়নে সহায়তা করেছি। প্রকৌশলী হিসেবে যদি কাজ করে থাকি তবে অবশ্যই তা ভাল মানের হবে। স্ট্রীট সোলার স্থাপনে একটু শুধু দেখবাল ও সহায়তা করেছি মাত্র।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তানভির হোসেন জানান, তৎকালীন উপজেলা প্রকৌশলী বেগম মনিকা দাস ও পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজুকে ম্যানেজ করে তিনি এ প্রকল্পগুলো হাতিয়ে নেন। খোজ নিয়ে আমি এমন তথ্যই পেয়েছি। তবে নারীদের জন্য নির্মিত কমিউনিট টয়লেট কখনোই বন্ধ হবার কথা নয়।