মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নাজমুন নাহার শিপা (২৫) নামের গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহবধূর বড় ভাই নজরুল ইসলাম মোহন বাদী হয়ে স্বামী মো. ফয়সল, ফয়সলের মা রওশন আরা, পিতা একরাম ও ননদ মায়মুনাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। বর্তমানে স্বামী ও শশুর বাড়ীর লোকজন পলাতক রয়েছে।
বুধবার সকালে চর রমিজ ইউনিয়নের ১নং ওয়ার্ড গনু পন্ডিত বাড়ীর একরামের ঘরে এ ঘটনা ঘটে।
বাড়ীর লোকজন ও স্থানীয়রা জানায়, একরামের ছেলে ফয়সলের সাথে গত ৪ বছর আগে পারিবারিক ভাবে শিপার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে কোন ছেলে সন্তান জন্ম না নেয়া, স্বামীর পরকীয়া এবং যৌতুক নিয়ে নাজমুন নাহার শিপাকে প্রায় সময় গালমন্দ করতো ফয়সল। এসব নিয়ে ঝগড়া করে ফয়সল প্রায়ই শিপাকে মারধর করতো।
স্বজনদের ধারনা, ঘটনার দিন শিপাকে বেদম মারধর করলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিপাকে শ্বাসরোধ করে হত্যা করে ফয়সল ও তার পরিবারের লোকজন শিপার লাশ ঘরের ভিতর আড়ার সাথে ঝুলিয়ে রাখে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল প্রেরণ করে।
শিপা নোয়াখালী জেলার পশ্চিম চর উরিয়া গ্রামের মন্নান নগর এলাকার মো. নেছার উদ্দিনের মেয়ে।
গৃহবধূর ভাই নজরুল ইসলাম মোহন বলেন, আমার বোনকে সন্তান ধারণ করতে না পারা, যৌতুক, ফয়সালের পরকীয়ার বিষয় নিয়ে গালমন্দ করে। এ সব নিয়ে তারা সকলে মিলে প্রায়ই আমার বোনকে শারিরীক নির্যাতন করতো। আমরা আমাদের বোনকে সন্তান ধারণ করার সক্ষমতার জন্য চিকিৎসা করিয়েছি এবং ব্যবসা করার জন্য ফয়সলকে বিভিন্ন সময়ে টাকা দিয়েছি। এত কিছুর পর তারা আমার বোনকে মেরে ঘরের আড়ার সাথে এমন ভাবে ঝুলিয়ে রেখেছে যে কেউ বুঝবে এটা হত্যা। তার একটা পা ছিল ভাঙ্গা এবং এক পা খাটের উপর লাগানো। আমি সুষ্ঠ তদন্তপূর্বক আমার বোনের হত্যার বিচার চাই।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই শিমুল বড়–য়া জানান, তদন্ত চলমান রয়েছে।