১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১১:০৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রাত জেগে দোকান পাহারা দিচ্ছেন রাজশাহীর ব্যবসায়ীরা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৩, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ফুটপাতে বসে আছেন জনাবিশেক মানুষ। তাঁরা প্রত্যেকেই ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অথবা কর্মচারী। ডাকাত আতঙ্কে বা হামলার ভয়ে দিনে ব্যবসা শেষে রাত জেগে বাইরে তালা লাগিয়ে দিয়ে প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন। গত ৫ আগস্টের পর থেকে রাজশাহীর ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন। এরই মধ্যে অন্তত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানান ব্যবসায়ীরা।

ওই এলাকার ’সেল কম্পিউটার’ নামে একটি কম্পিউটার দোকানের মালিক রিঙ্কু হাসান বলেন, ‘আশে-পাশের বেশ কয়েকটি দোকান পাট ভাংচুর হয়েছে। মালামাল লুট হয়েছে। রাতে ডাকাত পড়ছে, চুরি হচ্ছে বিভিন্ন এলাকায়। এসবের প্রথম টার্গেটই করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। যার কারণে আমরা গত ৬ আগস্ট থেকে রাত জেগে দল বেধে লাঠি-বাঁশি হাতে নিয়ে দোকান পাহার দিচ্ছি।’

ব্যবসায়ীরা জানান, কাদিরগঞ্জ এলাকায় স্পার্ক গিয়ার নামের একটি শো-রুমে হামলা হয়েছে গত ৫ আগস্ট। নিউ মার্কেট এলাকায় থিম ওমর প্লাজায় হামলা হয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে ব্যাপক। গত ৫ ও ৬ আগস্ট পর পর দুদিন ওই মার্কেটে হামলা হয়েছে। গত ৯ আগস্ট রাতে পাশেই বেলদারপাদা ও রানীবাজার এলাকার কয়েকটি বাড়িতে হানা দিয়েছে ডাকাতরা। এছাড়াও হামলা হয়েছে নগরীর শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে। এর ফলে আতঙ্কে অধিকাংশ ব্যবসায়ীরা দিনে ব্যবসা শেষে রাতে দোকান-পাট বন্ধ করেও বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাতে পারছেন না। দোকানপাট চুরি, ডাকাতি বা হামলার ভয়ে রাতজেগে লাঠি-বাঁশি হাতে নিয়ে পাহারা দিচ্ছেন ব্যবসায়ীরা। সঙ্গে রাখছেন দোকানে কর্মচারী বা আত্মীয়-স্বজনরা।

নগরীর নিউমার্কেট হকার্স মার্কেটের কর্মচারী বাদশা মিঞা বলেন, সারাদিন দোকানে ব্যবা করে রাতে গিয়েও বাড়িতে ঘুুমাতে পারছি না। কোনো মতে রাতের খেয়েই আবার দোকানের সামনে এসে অবস্থান নিতে হচ্ছে হামলা বা লুটপাটের ভয়ে। অধিকাংশ বড় ও মাঝারি ব্যবসায়ীরা দোকানের সামনে পাহারা বসাচ্ছেন। ফলে অনেক লোক জমায়েত হচ্ছে রাতে। এতে করে কোনো ডাকাত বা চুরিরও ভয় থাকছে না আর। কিন্তু এভাবে কতদিন পাহারা দিয়ে রাখা যায়? প্রশ্ন করেন বাদশা মিঞা।

দরিখরবোনা এলাকার ফার্নিচার ব্যবসায়ী রিবন আলী বলেন, ৫ আগস্টের পর অনেক দোকানে হামলা হয়েছে। লুটপাট হয়েছে। হামলা বা লুটপাটের ভয়ে আমরা রাতে দোকান পাহারা দিচ্ছি। ব্যবসাপ্রতিষ্ঠান শেষ হয়ে গেলে আমাদের আর কিছুই থাকবে না। তাই রাতের ঘুম হারাম করে পাহারা বসাচ্ছি। আশে-পাশের অনেক দোকানদারই পাহারা বসাচ্ছে। ফলে চোর বা ডাকাতরা রাতে আর হামলার সাহস পাচ্ছে না। কিন্তু এরকম অবস্থা আগে কখনোই ছিল না।’

রাকিব হাসান নামের আরেক ব্যবসায়ী বলেন, রাজশাহীতে কখনোই এমন পরিবেশ বিরাজ করেনি। দেশে যে অবস্থায় থাকুক না কেন রাজশাহীর ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাতে পেরেছেন। কিন্তু গত ৫ আগস্ট থেকে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে রাতে পুলিশ পাহারা না থাকায়।’

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি বেন্টু সম্পাদক মিজান

রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার কাজের উদ্বোধন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন

পাকুন্দিয়ায় ফলদ ও বনজ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের বালু গোদাগাড়ীতে মজুত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দৌঁড়-ঝাঁপ

কমলনগরে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় মামলা: গ্রেফতার-১

কুলিয়ারচরে সরকারি কলেজের প্রভাষকের বাসায় ডাকাতি

উপ-সম্পাদকীয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা রির্সোস সেন্টারের ভূমিকা

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রামগতিতে বিধবার বসতবাড়ী জমি দখলের পাঁয়তারা