মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইয়াছিন (১৫) নামের এক স্কুল ছাত্র ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) দুপুরে বাড়ির পাশে এই ঘটনা ঘটে। ইয়াছিন উপজেলার চরকাওনা বেলতলি গ্রামের এংরাজ মিয়ার ছেলে। তিনি চরকাওনা কারিগরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় ইয়াছিন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার সময় স্রােতের তোড়ে পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজা খুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয় স্থানীয়রা। পাকুন্দিয়ায় কোনো ডুবুরি দল না থাকায় জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানানো হয়েছে। সেখান থেকে একটি ডুবুরি দল আসছে।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজা খুঁজির কাজ চলছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।