মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা কোয়ার্টার চত্ত্বর মাঠে অনুষ্ঠিত প্রথমে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা বালক কোদালিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এক গোলে পাকুন্দিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (০) গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ০১ গোলে হারিয়ে তারাকান্দি ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।
প্রথম পর্যায়ে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক তাছলিমা আক্তার লিপি, ইসলাম উদ্দিন, মোস্তুফা কামাল, নাছিরুল হক প্রমুখ।