১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ২:০৭ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় টিসিবি পণ্যসামগ্রী বিতরণে প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৯, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নিন্ম আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী পৌছে দেয়ার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের উদ্যোগে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আলী, পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, টিসিবি ডিলার ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী জানান, ২০ মার্চ থেকে পর্যায়ক্রমে একটি পাকুন্দিয়া পৌরসভাসহ নয়টি ইউনিয়নের ২১৯৪২জন নিন্ম আয়ের পরিবার (কার্ডধারী) টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। তন্মধ্যে পাকুন্দিয়া পৌরসভার ২৪০৯জন, জাংগালিয়া ইউনিয়নে ২৯৭৩জন, চরফরাদী ইউনিয়নে ২০৪৫জন, এগারসিন্দুর ইউনিয়নে ২৮৭৩জন, বুরুদিয়া ইউনিয়নে ২২৫৫জন, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ৩১২৬জন, নারান্দী ইউনিয়নে ১৬৮৯, হোসেন্দী ইউনিয়নে ৮৮৫, চন্ডিপাশা ইউনিয়নে ১৯৮৮জন ও সুখিয়া ইউনিয়নে ১৬৯৯জন। এতে প্রত্যেক পরিবার পাবে ২২০টাকায় ২ লিটার সয়াবিন তেল, ১৩০টাকায় ২ কেজি ডাল, ১১০টাকায় ২ কেজি চিনি।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা