মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিন জলাভূমি ও প্রতিষ্ঠানিক জলাশয়ের মোট ৩১২.৫ কেজি কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল, কালো বাউস মাছের অবমুক্ত করা হয়েছে। ২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এসএম রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার মৎস্য অফিসার মো. শহিদুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. শহিদুল ইসলাম ভুঞা, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভুমি মো. মামুন সরকার, পাকুন্দিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, উপজেলা কৃষি অফিসার নূর এ আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. তামান্না বিন সাদ রিমি, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ বছর তিনটি প্রাতিষ্ঠানিক পুকুর ও একটি উন্মুক্ত জলাশয়ে উক্ত ৩১২.০৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।