১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১১:১৩ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন, ৩৫% কমে সেবার ঘোষণা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৬, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীবাসীর আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদীতে ২০০ শয্যার ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু করেছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নোয়াখালী শহরের নোয়া কনভেনশন সেন্টারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইবনে সিনা ট্রাস্টের ২৫তম শাখা হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসপাতাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ, নোয়াখালীর সিনিয়র ফিজিশিয়ান ডা. সোহরাব ফারুকী, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী মো. তুহিন ফারাবী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্যমূল্য ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ২০০ শয্যার ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার। যা বেসরকারি হাসপাতালের মধ্যে সর্বোচ্চ শয্যার হাসপাতাল। এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেন ঢাকামুখি বা বিদেশ মুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সকল সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে। এই শাখার মাধ্যমে এই অঞ্চলের মানুষে স্বল্প খরচে উন্নত সেবা পাবেন।

স্বাগত বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ইবনে সিনা ট্রাস্ট ঢাকা ও ঢাকার বাইরে নতুন নতুন সেবাকেন্দ্র চালু করছে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীতে ‘ইবনে সিনা নোয়াখালী শাখার’ বর্নাঢ্য যাত্রা শুরু হলো। ইবনে সিনার অন্যান্য শাখার মতই এ শাখা থেকেও রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন সুবিধা এবং তুলনামূলক কমখরচে সবধরনের ডায়াগনোস্টিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন। ফলে এ অঞ্চলের রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সেবা কার্যক্রম চালু উপলক্ষে আজ ১৬ নভেম্বর থেকে ডিসেম্বর-২৪ মাসব্যাপী ইবনে সিনা নোয়াখালী শাখায় আগত রোগীদের জন্য ব্রেইন এমআরআই মাত্র ৪০০০ টাকা এবং সিটি স্ক্যান ২০০০ টাকায় করার সুবিধাসহ অন্যান্য সকল পরীক্ষা-নিরীক্ষায় ৩৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হবে। আর্তমানবাতার সেবার মহান উদ্দেশ্যে নিয়ে এই হাসপাতাল সেবা দিয়ে যাবে। এটি কোনো দলের নয়, এটি সাধারণ মানুষের।
ট্রাস্টের সদস্য অর্থ কাজী হারুন-অর রশিদ বলেন, আর্তমানবাতার সেবার মহান উদ্দেশ্যে নিয়ে ইবনে সিনা ট্রাস্ট গঠিত হয়েছে। কাজেই রোগীদের প্রতি আন্তরিকতার সাথে আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই ইবনে সিনার প্রত্যেক জনশক্তির একান্ত কর্তব্য। আমি শাখাটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডির ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো. আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো. জাহিদুর রহমান ও মো. নিয়াজ মাখদুম শিবলী এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, ঢাকা ও নোয়াখালীর খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী শ্রেণির সহস্রাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত