মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐহিত্যবাহী ৭নং মুশুলী ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তৃণমূল সভায় নির্বাচিত প্রার্থী মুশুলী কলেজের প্রভাষক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি মোমতাজ উদ্দিন মুকুল মঙ্গলবার (২রা নভেম্বর) মুশুলী ইউনিয়ন এলাকায় তাঁর বিশাল শোডাউন মিছিল করেন।
এই ত্যাগী নেতা ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি, ইউনিয়ন যুগলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করার পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব প্রাপ্ত হন।
মঙ্গলবার বেলা ১২টা থেকে বিশাল জনসমর্থন আওয়ামী লীগ সহ অঙ্গ ও সগযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে মুশুলী বাজার থেকে এক বিরাট মিছিল তাঁর পক্ষে নৌকা চাই শ্লোগান দিয়ে ইউনিয়নের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। উচ্চ শিক্ষিত, মার্জিত এবং সকলের নিকট গ্রহন যোগ্য এই তরুন নেতাকে নৌকা প্রতীক দেওয়া হলে মুশুলী ইউনিয়নে নৌকার বিজয় অব্যাহত থাকবে বলে মিছিলে যোগদানকারী শত শত ব্যক্তি জোর দিয়ে উল্লেখ করেন।
এসময় নেতাকর্মীরা “মুকুল ভাই যেখানে, নৌকা চাই সেখানে” শ্লোগান দেন। পরে মুশুলী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে মোমতাজ উদ্দিন মুকুল বলেন, পরে মুশুলী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে মোমতাজ উদ্দিন মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা মুশুলী ইউনিয়নে অব্যাহত রাখার জন্য এবং জননেতা মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের হাতকে শক্তিশালী করার জন্য জীবন বাজি রেখে তিনি কাজ করে যাবেন।
উচ্চ শিক্ষিত, মার্জিত এবং সকলের নিকট গ্রহন যোগ্য এই তরুন নেতাকে নৌকা প্রতীক দেওয়া হলে মুশুলী ইউনিয়নে নৌকার বিজয় অব্যাহত থাকবে বলে মিছিলে যোগদানকারী শত শত ব্যক্তি জোর দিয়ে উল্লেখ করেন।