মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মাহবুবুর রশিদ দুলাল (৭০) গতকাল শুক্রবার সকাল ৯ টায় দুরারোগ্য ক্যান্সারের কাছে হার মানেন। তিনি ময়মনসিংহের নান্দাইলের খারুয়া উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষক ছিলেন। তিনি কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের মৃত আব্দুল বারিকের ছেলে। তিনি একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল ৫ টায় পিপলা কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার জানাযায় পূর্ব স্মৃতি চারণ মূলক রাখেন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অধ্যাপক ডা. আবূুল ওয়াহাব বাদল, ওয়ালি নেওয়া খান কলেজের অধ্যক্ষ আল- আমিন, খারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক প্রমূখ।
Please follow and like us: