মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে ।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সকাল ১১টা হইতে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মালম খাঁ, অফিস সহকারী মোহাম্মদ হাসিব আহমেদ, অফিস সহায়ক মোঃ নবী নোয়াজ, ডাটা এন্ট্রি অপারেটর মো. মিজানুর রহমান, স্ক্যানিং এন্ড ইকুবমেন্ট ম্যানটেনেন্স অপারেটর মোঃ ওমর ফারুক, নিরাপত্তা প্রহরী আবু সায়েম প্রমুখ।
কর্মকর্তা-কর্মচারীরা জানান, একটি কুচক্রী মহল এই জাতীয় পরিচয় পত্রটি আরেকটি জায়গায় নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে । এটি অন্য জায়গায় স্থানান্তরিত করলে যা বাংলাদেশ সরকারের অনেক ক্ষতি হবে। নির্বাচন গণতন্ত্র ও জনগণের অনেক ভোগান্তি হবে। তাঁরা বলেন, দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করা হবে।