২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:২৪ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কিশোরগঞ্জের ছেলে খায়রুল কবির এনসিপি’র কেন্দ্রীয় নেতা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ৪, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ করিমগঞ্জের আশুতিয়াপাড়া (টেকের বাড়ি) গ্রামের ছেলে জাতীয় নাগরিক পার্টি (NCP) এর কেন্দ্রীয় সংগঠক মনোনিত হয়েছেন। উদীয়মান তরুণ রাজনীতিক খায়রুল কবির।

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি: National Citizen Party (NCP) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ শুক্রবার। রাজনীতি সচেতন পরিবারের সন্তান খায়রুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে শিক্ষা বিষয়ে স্নাতক (সম্মান) এবং একই প্রতিষ্ঠান থেকে শিক্ষা ও প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষা বিষয়ে সর্বোচ্চ ডি ফিল ডিগ্রি অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি এসএসসি ও এইচএসসি পাশ করেন যথাক্রমে করিমগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল ও করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয় থেকে। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ২০০৩/০৪ সেশনে ভর্তি হন। শিক্ষাজীবনের সকল স্তরে প্রথম বিভাগ পাওয়া এই তরুণ রাজনীতিবিদ মনে করেন দেশের সর্বত্র যে অব্যবস্থাপনা চলছে তার আশু সমাধান একমাত্র তরুণদের দ্বারাই সম্ভব।

খায়রুল কবির এর বাবা মরহুম মোমতাজ উদ্দিন ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র একজন সরকারি কর্মকর্তা। মা লুৎফুন্নেছা বেগম গৃহিনী। সাত ভাই-বোনের ভাইবোনদের মধ্যে তার অবস্থান ষষ্ঠ। ভাই-বোনেরা সবাই স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠা লাভ করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ এর প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি। ২০২১ সালে ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে শান্তিপর্ণ কর্মসূচি থেকে আটক হয়ে দীর্ঘ ছয়মাস কারা অন্তরীণ ছিলেন। তখন থেকেই মূলত রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেন তিনি।

মহান মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের চলমান রাজনৈতিক অচলায়তন ভেঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষে কাজ করার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত