১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১:৪৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

উপ-সম্পাদকীয়: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা রির্সোস সেন্টারের ভূমিকা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

মো: শাহজাহান কবীর ভূঁঞা, ইউআরসি ইন্সট্রাক্টর: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা রির্সোস সেন্টারের ভূমিকা অপরিসীম। এই প্রতিষ্ঠানের মূলমন্ত্র হল প্রশিক্ষণ, প্রয়োগ, সাফল্য।

প্রশিক্ষণ:- পরিকল্পিত কার্যক্রমের নামই হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দক্ষ করে গড়ে তোলে আর নতুন করে নিজেকে যোগ্য ও যুগপোযোগী করে তোলার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে নিদিষ্ট বিষয়ে যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি ঘটাতে পারে। নানাজনের নানা মত থাকলেও পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য একজন ব্যক্তি তাঁর কর্মজীবনে প্রবেশের পূর্বে বা পরে যেকোন সময় প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। কারণ নিজেকে যোগ্য করে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। সেজন্যই উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান, নতুন শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ, মাকিং স্কীম প্রশিক্ষণ, শিক্ষার্থীদের স্টুডেন্ট প্রোফাইল তৈরি প্রশিক্ষণ, প্রধান শিক্ষকদের ১৪ দিন ব্যাপি লিডারশীপ প্রশিক্ষণ, একীভূতকরণ কৌশল ও শিখন শেখানো মূল্যায়ন উপকরণ তৈরি ও মেলা প্রশিক্ষণ ৪+ ও ৫+ শিক্ষার্থীদের জন্য প্রাক প্রাথমিক প্রশিক্ষণ ও বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রয়েছে।

প্রয়োগ:- সরকারের সুদূর প্রসারী চিন্তার কারণে বর্তমানে ইউআসি সেন্টারগুলো আধুনিক মানসম্মত ও ডিজিটাল রুপে সাজানো হয়েছে। স্মার্ট যুগে স্মার্টভাবেই এগিয়ে যাচ্ছে ইউআরসি প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম। বিভিন্ন প্রশিক্ষণ আধুনিক উপকরণ, মাল্টিমিডিয়া প্রজেক্ট ও কম্পিউটার ব্যবহার করে দেওয়া হচ্ছে যাতে প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের জন্য ফলপ্রসু হয় এবং প্রশিক্ষণের শিখনফল অর্জন পুরোপুরি অর্জিত হয়। শিক্ষকরা প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান আকর্ষনীয় করছেন এবং নিজেরা যোগ্য ও পারদর্শী হয়ে উঠছেন এবং শিক্ষকদের পাঠ পর্যবেক্ষণ করে সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে শিক্ষার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছেন। সরকার প্রদত্ত বিভিন্ন প্রশিক্ষণ ছাড়া ও শিক্ষকদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন চাহিদার ভিত্তিতে ইউআরসি ইন্সট্রাক্টরগণ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন যাতে শিক্ষকরা তাদের শিখন ঘাটতি দূর করে আদর্শ ও দক্ষ শিক্ষক হিসেবে নিজকে গড়ে তুলতে পারেন। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইউআরসি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সাফল্য:- স্বপ্ন একটাই- স্মার্ট , দক্ষ ও যুগোপযোগী শিক্ষকের সহযোগীতায় প্রাথমিক শিক্ষার গুণগত ও মানসম্মত উন্নয়নের দ্বার উন্মুক্ত হয়েছে এবং প্রাথমিক শিক্ষার এক আমুল পরিবর্তন সাধিত হয়েছে। যার মাধ্যমে একুশ শতকের দক্ষতা বিকাশে এবং স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করছে। যার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের উপযুক্ত নাগরিক গড়ে তুলতে পারছি। এই জন্য প্রয়োজন উপযুক্ত ও মানসম্মত শিক্ষক। আর উপজেলা রির্সোস সেন্টার এই উপযুক্ত শিক্ষক গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে।

মো: শাহজাহান কবীর ভূঁঞা
ইউআরসি ইন্সট্রাক্টর
০১৭১৪-৯৯২৭৮৬
কটিয়াদী, কিশোরগঞ্জ।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত