আলী রহমান, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৬টি পূঁজা মন্ডপে ২৩ মেট্রিক টন জিআর (চাল)’র ডিও বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া পূজা মন্ডপের সভাপতিদের হাতে ৫০০ কেজি করে এ জিআর (চাল)’র ডিও তুলে দেন।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক জীবনময় শীল, উপদেষ্টা ও কলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র দাসসহ সকল পূজা মন্ডপের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: